ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ৫:২২ অপরাহ্ন

শিরোনাম

স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা 

  • আপডেট: Wednesday, August 20, 2025 - 8:19 am
(স্টাফ রিপোর্টার) মোংলা ।। বাগেরহাটের মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। ঘাতক ওই স্বামীর নাম গোলাম মওলা দুলাল (৪৫)। তিনি উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে। এ ঘটনায় ওই স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুলাল তার স্ত্রী রঞ্জিলার (৩৯) বাবার বাড়ীতে গিয়ে উপর হামলা চালায়। আজ বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, তাদের বৈবাহিক জীবনে কলহ-বিবাদ লেগে থাকে। কলহ-বিবাদের এক পর্যায়ে গত ২২ জুলাই রঞ্জিলা তার স্বামী গোলামকে তালাক দেয়। তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী গোলাম মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জিলার বাবার বাড়ীতে গিয়ে তার উপর হামলা চালায়। ওই সময় গোলাম রঞ্জিলার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কাঠের বাটাম দিয়ে আঘাত করতে থাকে। এতে রঞ্জিলার মাথা ফেটে ও থেতলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে গোলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে রঞ্জিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তার স্বজনেরা। পরে তাকে খুলনায় প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রঞ্জিলার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে চিলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় গোলামকে আটক করে পুলিশ। আটক গোলামকে বুধবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, স্ত্রী তার স্বামীকে তালাক দেয়ায় স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।