সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এ আয়োজন চলবে ১৮ আগষ্ট থেকে ২৪ আগষ্ট’২০২৫ পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগতবক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম (অঃদাঃ)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহজাহান আলী, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শুকুর মির্জা, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল বাবিক খন্দকার, সফল মৎস্য চাষী হাসান খন্দকার, আব্দুল হামিদ প্রমূখ।
এ সময় মৎস্য চাষে সফলতা অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান তিন জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে দুইশতাধিক মৎস্য চাষী অংশ গ্রহন করেন।