পেকুয়ায় কম্বলে মোড়ানো অস্ত্রসহ দুইজন আটক

আবদুল মামুন ফারুকী, পেকুয়া প্রতিনিধি।। কক্সবাজারের পেকুয়ায় তল্লাশি করে কম্বলে মোড়ানো অস্ত্রসহ দুইজনকো আটক করেছে থানা পুলিশ।
রোববার সকাল সাড়ে আটটায় এবিসি আঞ্চলিক মহাসড়কে টইটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে তল্লাশির সময় স্কুল ব্যাগের ভিতর কম্বল মোড়ানো ৩টি দেশীয় তৈরি এলজি(অস্ত্র) উদ্ধার করে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়। পরে তারা দেয়া তথ্য মতে চট্রগ্রামের মইজ্জ্যারটেক এলাকা থেকে আরেকজনকে আটক করা হয়। এঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আটক দুইজন হলেন- লক্ষীপুর জেলার সদর থানার লামছড়ির ৮নং ওয়ার্ড়ের মিজান ও রোকেয়া বেগমের ছেলে রবিউল হাসানকে (১৮) এবং একই এলাকার পার্বতীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের নুর জাহানের ছেলে হৃদয় হোসেন (২২)।
পুলিশ জানায়, পেকুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে টইটং ইউনিয়ন আনসার ভিডিপি লিডার আজিজুল হকসহ থানা পুলিশের একটি চৌকস টিম আঞ্চলিক মহাসড়কের নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছে। এদিন চট্টগ্রামমুখী একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে এক যাত্রীর স্কুল ব্যাগে তল্লাশির সময় দেশীয় তৈরী ৩টি এলজি উদ্ধার করে জব্দ করা হয়। এসময় একজনকে আটক করা হয়। পরে আটক রবিউল হাসানের তথ্য অনুযায়ী হৃদয়কে আটক করা হয়।
পুলিশ আরো জানায়, মহেশখালীর অজ্ঞাত ব্যক্তির নিকট থেকে অস্ত্রগুলো ক্রয় করে লক্ষীপুর নিয়ে নিয়ে যাচ্ছিল তারা। এসময় তাদের আটক করা হয়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।