ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৬:৪২ অপরাহ্ন

শিরোনাম

সাংবাদিক ফখরুলের উপর হামলা: বিআরজেএফ’র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট: Saturday, August 16, 2025 - 5:22 am

জাগো জনতা অনলাইন।। চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন (বিআরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ফখরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেএফ এর সভাপতি কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রাকিব।

শুক্রবার (১৬ আগস্ট) বিকালে পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করায় মিরসরাই থানাস্থ মিঠাছরা বাজারে এ হামলা হয়। এতে স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপের লোকজন জড়িত আছে বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, চেয়ারম্যানের লোকজন সাংবাদিক ফকরুলকে অপমান অপদস্ত করে মোবাইল কেড়ে নেয়। পরে গ্লারি থেকে ছবি ও ভিডিও ডিলেট করে দেয়।


বিরআরজেএফ এর সভাপতি বলেন, সাংবাদিকের উপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ায় সন্ত্রাসীরা এ ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এ ধরনের ঘটনার তদন্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।


‎এ ব্যাপারে জানতে চাইলে কাজী ফখরুল ইসলাম বলেন, আমি আমার পেশাগত দ্বায়িত্ব নিউজ কাবার করতে গিয়ে মিরসরাই মিঠাছরা বাজারে গিয়েছে। সেখানে চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপের মিছিলের ভিডিও ধারণ করি। পরে তারা অপরাধে আমাকে অপমান অপদস্ত করে। এক পর্যায়ে আমার মোবাইল কেড়ে নেয়। পরে গ্লারি থেকে ভিডিও ডিলেট করে দেয়। একইসঙ্গে তারা আমার ওপর ডিম নিক্ষেপ করে। এটা মিঠাছরা কাঁচা বাজারে ডুকতে দুই পাশের দোকানদারদের জিজ্ঞাসা করলেও জানতে পারবেন।

তিনি জানান,  এসময় ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মীদের ও অপমান করে বাজার ছাড়তে বধ্য করে চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপের লোকজনরা। পরে তারা তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব এর লিফলেট বিলি না করে কোন রকম পালিয়ে জীবন বাঁচায়।‎ আমি তাদেরকে বললাম আমি একজন সাংবাদিক আমিতো কারো পক্ষ নই। মূলত তারা প্রথমে আক্রমণ করে বসে মিঠাচরা বাজার এর উত্তর পাশে বিএনপি নেতা নাজিম এর ওপর।  আর সেই ঘটনার ভাডিও ধারণ করেছি মনে করে আমার উপর হামলা করে। আমি এর তিব্র নিন্দা জানাই।

তিনি আরো জানান, লিফলেট বিতরণ করতে না পেরে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম এবং চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের যৌথ উদ্যোগে বাদ আছর মিরসরাই কেন্দ্রীয় জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন তারা।