ঢাকা | আগস্ট ১৪, ২০২৫ - ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

রায়গঞ্জে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • আপডেট: Thursday, August 14, 2025 - 5:38 pm

মো. কামরুল ইসলাম , রায়গঞ্জ(সিরাজগঞ্জের) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কাজীপুর এলাকার কেএনসি আল হেরা একাডেমির শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন দাওয়া ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এ সময় উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও অফিস সম্পাদক মো. জাকারিয়া হোসাইন, দাওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল বিন আবু বকর, সংগঠনটির সদস্য সাগর হাসান, শাকিল, শাহীন, মিরাজ, কাওছার, কেএনসি আল হেরা নুরানি একাডেমি ও হিফজুল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আসাদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানায়, গাছ আমাদের অমূল্য সম্পদ। সচরাচর এই ধরণের মূল্যবান উপহার আমাদের কেউ দেয় না। আমি এই দুটি ফলজ গাছকে যত্ন সহকারে বড় করতে চাই যেন আমিসহ অন্যরা এই ফলজ গাছ থেকে ফল খেতে পারি।
সংগঠনের প্রতিষ্ঠাতা আমিনুল বিন আবু বকর জানান, “সবুজ বাড়ি, সুস্থ জীবন” এমন স্লোগানকে সামনে নিয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা। সবুজে ভরা একটি নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করাই সংগঠনের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।