ঢাবি উপচার্যের সঙ্গে তুরস্কের ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স অব টেকনোলজির অধ্যাপক ড. ফয়সাল আল হাফিয়ান।
আজ বৃহস্পতিবার ঢাবি উপচার্যের কার্যালয়ে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়।
অধ্যাপক ফয়সাল আল হাফিয়ান দারুল মাখতুতাত নামক আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড় তিনি প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে কাজ করেন। আজ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর পাণ্ডুলিপি শাখাটি ঘুরে দেখেন এবং প্রশংসা করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলামসহ বিভাগ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।