ঢাকা | আগস্ট ১৪, ২০২৫ - ৬:৩২ অপরাহ্ন

সিনিয়র সাংবাদিক আশিক ইসলামের শাশুড়ির ইন্তেকাল

  • আপডেট: Thursday, August 14, 2025 - 8:02 am

জাগো জনতা অনলাইন: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের শাশুড়ি লুৎফুন্নেসা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকাল ৮টায় যশোর জজকোর্ট সংলগ্ন বাসভবনে তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মৃত্যুকালে তিনি স্বামী বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ যোহর যশোর ঈদগাহ ময়দানে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর যশোরের হাজিরবাগে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।