ঢাকা | আগস্ট ১৪, ২০২৫ - ৭:১২ অপরাহ্ন

অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

  • আপডেট: Thursday, August 14, 2025 - 5:43 am

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান গতকাল ১৩ আগস্ট ২০২৫ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বাণীতে উপাচার্য বলেন, মরহুম অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান বিশ^বিদ্যালয়ের একজন গুণী শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণাসহ একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

উপাচার্য মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের নামাজে জানাজা আজ ১৪ আগস্ট ২০২৫ সকাল ১০টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।