ঢাকা | আগস্ট ১৫, ২০২৫ - ১২:১২ অপরাহ্ন

শিরোনাম

পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ : চোখ বাঁধা অবস্থায়  ৪৫ ঘণ্টা পর উদ্ধার 

  • আপডেট: Monday, August 11, 2025 - 3:29 pm

মু.আজিজ, ফটিকছড়ি।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় পুলিশ পরিচয়ে এক যুবককে অপহরণ করা হয়েছে। তাকে চোখ বাঁধা অবস্থায় ৪৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। অপহৃত ওই যুবকের নাম সাজু কুমার ত্রিপুরা (১৭)। তিনি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি নলুয়াপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, সাজু ৬ নম্বর ওয়ার্ডে একটি মুদি দোকান পরিচালনা করতেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের পোশাক পরা তিনজন অজ্ঞাত যুবক দোকান খুলতে বলেন। একপর্যায়ে তাদের মধ্যে একজন সাজুকে বাইরে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক একটি সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে ২৪ ঘণ্টা কেটে গেলেও সাজুর কোনো খোঁজ না পেয়ে পরিবার ভূজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি নিয়ে পুলিশ বিভিন্ন সূত্র ও প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার অভিযান চালায়।
ভূজপুর থানার ওসি মাহাবুবুল হক জানান, “অপহরণের পর থেকেই আমরা সোর্স ও প্রযুক্তির মাধ্যমে অভিযান চালাচ্ছিলাম। আজ সোমবার বিকেলে ফটিকছড়ি বিবিরহাট বাসস্ট্যান্ডে চোখ বাঁধা অবস্থায় সাজুকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায় অপহরণকারীরা। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।
উদ্ধার হওয়ার পর সাজু জানান, তাকে ৭-৮ জন লোক চোখ ও হাত-পা বেঁধে একটি ঘরে ঝুলিয়ে রেখেছিল। দুই দিন কিছু খেতে দেয়নি, পানি চাইলে খাল থেকে পানি এনে দেয়। বাধ্য হয়ে সেই নোংরা পানি পান করেছেন। আজ বিকেলে চোখ বাঁধা অবস্থায় একটি প্রাইভেটকারে করে এনে বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।