ঢাকা | আগস্ট ১৫, ২০২৫ - ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম

তারেক রহমানের নির্দেশে সেই আরিফুলের চিকিৎসা সম্পন্ন করলেন ড্যাবের ডাক্তাররা

  • আপডেট: Monday, August 11, 2025 - 12:08 pm

জাগো জনতা অনলাইন।।  রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন এক মা নিজের জমি বিক্রি করে সন্তানের চিকিৎসা করাচ্ছেন— এমন খবর জানার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছিল ‘আমরা বিএনপি পরিবার’ সেল। তারই ধারাবাহিকতায় আরিফের ৩ মাস চিকিৎসা শেষে ছুটি পরবর্তী ঔষধ ও পরবর্তী চিকিৎসার ব্যাপারে করনীয় নির্ধারন ঠিক করতে আজ সোমবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে ও নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ও জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা.শাহ মুহাম্মদ আমানুল্লাহর সহযোগিতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান; কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব ডা.পারভেজ রেজা কাকন। অসহায় আরিফুুল ইসলামের মায়ের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন,  শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ মো: ফারুক আহমেদ,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ এম আর হাসান, ডাঃহাসিবুর রহমান,ডা:মুন্নাসির জামান ডাঃআদনান আহসান চৌধুরী, নাফিস বিন শামীম,নাজিউর নাঈম, শাহরিয়ার রহমান শাকিল,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ মো: মোরসালিন খন্দকার অনিক, মো:মারুফ হাসান, মো:খায়রুল ইসলাম শাওন প্রমুখ।

উল্লেখ্য, আরিফুল ইসলাম ২০২৩ সালে একটা দুর্ঘটনায় আঘাত পেয়ে প্যারালাইজড হয়।