ঢাকা | আগস্ট ১৪, ২০২৫ - ১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

রামপালে এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Sunday, August 10, 2025 - 5:26 pm

মো. তৌকির আহমেদ, রামপাল।। বাগেরহাটের রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক ব্যতিক্রমী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় রামপাল উপজেলা ভূমি অফিসের সামনে ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ নানা রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকরা একত্র হন। বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই মানববন্ধনে এক মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে বক্তব্য দেন ভিন্নমতের রাজনৈতিক নেতারা। এতে উঠে আসে জনবান্ধব কর্মকর্তার ভূয়সী প্রশংসা এবং তাঁর সময়ে ভূমি অফিসে সেবার মানোন্নয়নের কথা।

বক্তারা বলেন, আফতাব আহমেদ দায়িত্ব নেয়ার পর ভূমি অফিসে স্বচ্ছতা বেড়েছে, দালাল ও দুর্নীতির প্রভাব কমেছে এবং নাগরিকদের হয়রানি বন্ধ হয়েছে। মানববন্ধন শেষে জনপ্রশাসন উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, জনসেবায় দক্ষ ও সৎ কর্মকর্তাকে হঠাৎ বদলি করে দিলে রামপালবাসী মারাত্মকভাবে সেবা থেকে বঞ্চিত হবে। এ অবস্থায় বদলি আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় রামপালেই বহাল রাখার অনুরোধ জানানো হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, এনসিপির সমন্বয়ক মাজেদুর রহমান জুয়েল, জামায়াতের মো. শেরওয়ান শেখ, অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সহ আরও অনেকে।

রামপালের সাধারণ মানুষের ভাষ্য, স্থানীয়ভাবে এমন একত্রিত হয়ে কোনো কর্মকর্তার বদলি ঠেকানোর চেষ্টা এর আগে কখনও দেখা যায়নি। তারা মনে করেন, জনস্বার্থে কাজ করা কর্মকর্তার হঠাৎ বদলি জনসেবায় ব্যাঘাত ঘটাবে। মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, প্রয়োজনে ভবিষ্যতে নিয়মতান্ত্রিকভাবে আরও কর্মসূচি পালন করবেন।