ঢাকা | আগস্ট ১৪, ২০২৫ - ১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

সৌদি আরবে ২২ হাজার প্রবাসী আটক

  • আপডেট: Sunday, August 10, 2025 - 6:36 am

জাগো জনতা অনলাইন।। সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিয়মিত দেশব্যাপী নিরাপত্তা সংস্থাগুলোর যৌথভাবে পরিচালিত সাপ্তাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

শনিবার (৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে বসবাস, শ্রম এবং সীমান্ত নিয়ম লঙ্ঘনের জন্য ২২ হাজার ৭২ জনকে আটক করা হয়েছে।

আটক হওয়াদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন লঙ্ঘন, ৪ হাজার ৬২৪ জনকে সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।

অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৪০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ, যাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন থেকে, ৬৪ শতাংশ ইথিওপিয়া থেকে এবং ১ শতাংশ অন্যান্য জাতীয়তা থেকে এসেছে। এর বাইরে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টা করার জন্য ৪৮ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

এই অভিযানের ফলে লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা আড়াল করার অভিযোগে আরও ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৩ হাজার ৬৩০ জন অপরাধী আটক রয়েছে, যার মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন মহিলা।

মন্ত্রণালয়ের মতে, ১৬ হাজার ১৬২ জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং ১১ হাজার ৫৮ জনকে ইতোমধ্যেই বহিষ্কার করা হয়েছে।

মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে যে অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় বা লঙ্ঘনকারীদের সহায়তা প্রদানের জন্য ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত এবং জনসাধারণের নামকরণের শাস্তি রয়েছে।

মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্ব প্রদেশে ৯১১ নম্বরে অথবা অন্যান্য অঞ্চলে ৯৯৯ এবং ৯৯৬ নম্বরে কল করে লঙ্ঘনের প্রতিবেদন করার জন্য জনসাধারণকে অনুরোধ করে যাচ্ছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ