ঢাকা | আগস্ট ১১, ২০২৫ - ৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর স্মরণসভা

  • আপডেট: Saturday, August 9, 2025 - 1:07 pm

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর স্মরণসভা আজ ০৯ আগস্ট ২০২৫ শনিবার অধ্যাপক সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিভাগের অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, অধ্যাপক ড. ফাজরীন হুদা, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিলটন কুমার দেব, প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর পিতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা অনুষ্ঠান সঞ্চালন করেন। অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর স্ত্রী, মাতা এবং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম অত্যন্ত সহজ-সরল ও সর্বজন শ্রদ্ধেয় একজন অমায়িক ব্যক্তি ছিলেন। তাঁর জীবন ও কর্ম শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম একজন অসাধারণ শিক্ষক ও গবেষক ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন গুণী শিক্ষক ও গবেষককে হারিয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৩ জুলাই ২০২৫ তারিখে ইন্তেকাল করেন।