অর্ধশতাব্দী পর ক্যাম্পাসের বাইরে ঢাবি রোভার স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

জাগো জনতা অনলাইন।। দীর্ঘ ৫০ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে। আজ ৮ আগস্ট ২০২৫ শুক্রবার গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিনব্যাপী “বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান” উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
গ্রুপ সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরাম (ডুরসেফ)-এর সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার, বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ ফজলুল হক আরিফ (পিআরএস), সাবেক আঞ্চলিক উপ-কমিশনার আসাফ উদ দৌলা (পিআরএস,এএলটি) এবং গ্রুপের রোভার স্কাউট লিডারগণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও গার্ল-ইন-রোভার স্কাউট লিডার ড. ফাতিমা আক্তার স্বাগত বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “স্কাউটিং তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিকতা শেখায়। রোভারদের এই অভিজ্ঞতা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।”
৭-৯ আগস্ট ৩ দিনের এ ক্যাম্পে প্রশিক্ষণ, সাংস্কৃতিক পরিবেশনা, আউটডোর কার্যক্রম ও ১৩০ জন সহচরের দীক্ষা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।