ঢাকা | আগস্ট ২, ২০২৫ - ৫:০৯ অপরাহ্ন

শিরোনাম

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে: তাহের

  • আপডেট: Saturday, August 2, 2025 - 6:55 am

সানজিদা আক্তার শবনম।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ (শনিবার, ২ আগস্ট) দুপুরে ওপেন হার্ট সার্জারি শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দিয়েছেন।

এর আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সকাল সাড়ে ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারিটি পরিচালনা করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিশেষ মেডিকেল টিম। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সফলতার সঙ্গে সার্জারি চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

এর আগে, ১৯ জুলাই ঢাকায় এক সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে ৩০ জুলাই করা হয় এনজিওগ্রাম। তাতে ধরা পড়ে তার হৃদপিণ্ডের পাঁচটি আর্টারিতে ব্লক।

চিকিৎসকেরা বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও, দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন ডা. শফিকুর রহমান।