ঢাকা | আগস্ট ১, ২০২৫ - ১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

কোস্ট গার্ডের অভিযানে পাতাখালী থেকে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

  • আপডেট: Wednesday, July 30, 2025 - 9:27 am
মো. সোহেল, মোংলা।। খুলনার কয়রা উপজেলার পাতাখালী এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বস্তায় রাখা ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
তবে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, জব্দকৃত হরিণের মাংস পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।