ঢাকা | আগস্ট ১, ২০২৫ - ১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

মানবতাবিরোধী অপরাধে খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন

  • আপডেট: Wednesday, July 30, 2025 - 8:00 am

জাগো জনতা অনলাইন: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোবারক হোসেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামির করা আপিল মঞ্জুর করে বুধবার নতুন রায় দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।

আদালতে মোবারকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক। আর প্রসিকিউশনে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এই মামলায় মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে ২০১৪ সালের ২৪ নভেম্বর রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। এর মধ্যে এক নম্বর অভিযোগে মোবারককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর তিন নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

অপর তিনটি অভিযোগ (২, ৪ ও ৫) প্রমাণিত না হওয়ায় সেগুলোতে তাকে খালাস দেওয়া হয়।

ট্রাইব্যুনালের ওই রায়ের পর দণ্ডাদেশ বাতিল ও খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একই বছর আপিল করেন মোবারক।