শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সমাজসেবা অফিসার মো. মনজুরুল হক কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তারেক হাসান।
এসময় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার, আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মাদ জামাল হোসেন, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, চ্যানেল আমতলীর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ কামাল তালুকদার, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন, আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ সুমন রশিদ, সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিনিধি জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী অনলাইন প্রেস ক্লাবের প্রতিনিধি শারমিন রুবা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ।