
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বোরহানউদ্দিন পৌরসভা অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মঈন বিন সাইফুল্লাহ। কোরআন তেলাওয়াত করেন মো. ফয়সাল আহাম্মেদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন দ্বীপাঞ্চল শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক মো. মুজাহিদ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. রাকিব আল হাসান বলেন, এসএসসি ও এইচএসসি উচ্চশিক্ষার জন্য একটি সিঁড়ি। এ সিঁড়ির উন্নতিতে আমরা সবসময় পাশে আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।
প্রধান অতিথির বক্তব্যে বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসাইন বলেন, একজন ছাত্রের সাফল্যের পেছনে শিক্ষক-অভিভাবকসহ অনেকের অবদান থাকে। আমি এমন অনেক অভিভাবক দেখেছি যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানের পাশে থাকেন। শিক্ষকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে। তোমাদের এই সাফল্যে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি মো. বিন ইয়ামিন খান, শিবিরের জেলা সভাপতি মো. জসিম উদ্দীন এবং শিল্পী ও ব্যবসায়ী মো. বোরহান মাহমুদ।
শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম এবং সরাসগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে।
প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মো. হেলাল উদ্দিন রুবেল বলেন, সাধারণ ছাত্রছাত্রীদের জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তোলাই ইসলামী ছাত্রশিবিরের মূল লক্ষ্য। তারা প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে এবং বৈষম্য মুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে। উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদেরকে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রায় ৭৬ জন জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, গিফট বক্স ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।