কাকরাইলে ইউটার্ন নিতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

জাগো জনতা অনলাইন।। রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মো. সেন্টু (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাইকোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সেন্টু চকবাজার ইসলামবাগ ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা। তিনি প্লাস্টিকের ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে নিহত সেন্টুর বন্ধু মো. আল আমিন জানান, মঙ্গলবার মোটরসাইকেলে কাকরাইল এলাকায় যান দুই বন্ধু। সেখানে কাজ শেষে চকবাজার ফিরছিলেন। পথে জাতীয় ঈদগাহসংলগ্ন কদম ফোয়ারায় গোল চত্বরে ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে সড়কে ছিটকে পড়লে সেন্টুর মাথার ওপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানা পুলিশ এই ঘটনায় আইনি ব্যবস্থা নিচ্ছে।