ঢাকা | জুলাই ২২, ২০২৫ - ৩:০৩ অপরাহ্ন

শিরোনাম

‘সুস্থ আছেন’ জামায়াত আমির, বাসায় নিচ্ছেন বিশ্রাম

  • আপডেট: Sunday, July 20, 2025 - 4:34 pm

 

নিজস্ব প্রতিবেদক।। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষ এখন ‘পুরোপুরি সুস্থ অবস্থায়’ বাসায় বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম।

রোববার রাত সাড়ে ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনি (জামায়াত আমির) বাসায় আছেন বিশ্রামে, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। ডাক্তার কোন বেড রেস্ট দেয় নাই। বলেছে শুধু আজকে বিশ্রাম নিতে। বেড রেস্ট বা কোনো টাইম লিমিট দিয়ে দেয় নাই।”

সেক্ষেত্রে সোমবার থেকে শফিকুর রহমান আবার সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবেন কিনা– এমন প্রশ্নে নজরুল বলেন, “আজকেও চালাচ্ছেন। আজকেও সাংগঠনিক কার্যক্রমেই আছেন। বাসা থেকে করছেন আরকি।”

এর আগে শফিকুরের ফেইসবুক পোস্টে দেওয়া এডমিন পোস্টে বলা হয়, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল জনাব ওয়াকার উজ্জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমীর সাহেবের চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।”

এদিকে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বাসায় গিয়ে জামায়াত আমিরকে দেখে এসেছেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, “সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থতার খবর শুনে তাকে দেখতে আজ তার বাসায় আসেন অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি (উপদেষ্টা) আমীরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট দো’য়া করেন।”

এছাড়া ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমির, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মুফতি আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমির আলহাজ্জ রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামত উল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ বসুন্ধরার বাসায় গিয়ে শফিকুর রহমানকে দেখে এসেছেন বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

শনিবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন।

এর মিনিট খানেক বাদে জামায়াত আমির উঠে দাঁড়ান এবং আবার বক্তব্য দেওয়া শুরু করেন। কিন্তু আবারও পড়ে যান তিনি।

কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন জামায়াত আমির।বসে বসেই প্রায় ১০ মিনিট তিনি বক্তব্য দেন। তার বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় দলটির ‘জাতীয় সমাবেশ’।

সমাবেশের পর শফিকুর রহমানকে অ্যাম্বুলেন্সে করে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান রাতে হাসপাতালে গিয়ে জামায়াত আমিরকে দেখে আসেন।

প্রধান উপদেষ্টার তরফেও জামায়াত আমিরের শারিরিক অবস্থার খোঁজ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম হাসপাতালে যান শফিকুর রহমানকে দেখতে।