ঢাকা | জুলাই ৬, ২০২৫ - ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম

শিবচরে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত, হামলাকারী আটক

  • আপডেট: Sunday, July 6, 2025 - 12:17 pm

শিব্বীর আহমেদ, মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুরের শিবচর উপজেলার চরশ্যামাইল নদীপাড় এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আক্কাস মুন্সি (৪৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত আক্কাস মুন্সি শিবচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজান আকন (পিতা: খালেক আকন) শিবচর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার কাছে কিছু টাকা পাওনা ছিল আক্কাস মুন্সির। এ টাকা চাইতে গিয়ে দুইজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মিজান আকন পকেট থেকে ধারালো ছুরি বের করে আক্কাস মুন্সির বুকে ও বাহুতে উপর্যুপরি আঘাত করে। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আক্কাস।

এ সময় স্থানীয়রা দৌঁড়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মাদারীপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মিজান আকনকে ধারালো ছুরিসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

এদিকে আক্কাস মুন্সির পরিবার ও স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, পাওনা টাকা চাইতে গিয়ে এভাবে হামলার শিকার হওয়া সত্যিই ন্যাক্কারজনক। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।