ঢাকা | জুলাই ২, ২০২৫ - ৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 4:17 pm

জাগোজনতা প্রতিবেদন : এই জুলাইয়ের মাসের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যোগ হচ্ছে আশুরার সরকারি ছুটি। ফলে ৪, ৫ ও ৬ জুলাই একটানা ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন তারা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে গতো শুক্রবার (২৭ জুন) থেকে শুরু হয়েছে মহররম মাস। সে অনুযায়ী, ১০ মহররম, অর্থাৎ ৬ জুলাই (রোববার) পবিত্র আশুরা পালিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক গতকাল সন্ধ্যায় বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, এবং সেখানেই চাঁদ দেখা যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।