ঢাকা | জুলাই ২, ২০২৫ - ৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 1:31 pm

জাগোজনতা ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যাসহ বিগত ১৬ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে যত অপকর্ম হয়েছে, তার বিচার বাংলার মাটিতে করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র ও মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে `দেশ গড়তে জুলাই পদযাত্রা‘ কর্মসূচির প্রথম দিনে গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও খুনি শেখ হাসিনা ভারতে বসে থেকে নানা ষড়যন্ত্র করছে। বাংলাদেশে আর কোনো দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজির সুযোগ থাকবে না। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। যে বাংলাদেশে আপনার-আমার অধিকার ও দায়িত্বের কথা লেখা থাকবে। আমরা বিগত সময়ের মতোই রাজপথে ছিলাম, এবং অধিকার আদায়ের জন্য রাজপথেই থাকব। নতুন দেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টি মানুষের জন্য মাঠে থাকবে।
গাইবান্ধা জেলার পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, রংপুর বিভাগের দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে গাইবান্ধা অন্যতম। দীর্ঘদিন ধরে গাইবান্ধাবাসী বৈষম্যের শিকার হয়ে আসছে। এনসিপি আপনাদের জন্য কাজ করতে চায়। সেজন্য নতুন দেশ গড়ার ডাক দিয়েছি, রাজপথে নেমেছি। ২০২৪ সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার ডাক দিয়েছিলাম—এখন উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনও গঠিত হয়নি।
এর আগে, দুপুর পৌনে ২টার দিকে কেন্দ্রীয় নেতাকর্মীদের পদযাত্রাটি জেলার সাদুল্লাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে পৌঁছে। পদযাত্রাটি পৌঁছার পর কেন্দ্রীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান এনসিপির উপজেলা পর্যায়ের নেতারা। পরে কেন্দ্রীয় নেতারা ফিতা কেটে এনসিপির সাদুল্লাপুর উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন।
সেখানে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চল মুখপাত্র হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চল মুখপাত্র সারজিস আলমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।