ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন মঈন

মু আজিজু ফটিকছড়ি।। ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষাবিদ মুহাম্মদ মঈন উদ্দিন চৌধুরি।
অধ্যাপনার অভিজ্ঞতা, নৈতিকতা এবং শিক্ষাক্ষেত্রে তাঁর নিরলস অবদানকে সম্মান জানিয়ে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
মঈন উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে নিজেকে নিবেদিত রেখেছেন। একজন সজ্জন, প্রজ্ঞাবান ও দূরদর্শী ব্যক্তি হিসেবে তিনি শুধু ভুজপুর নয়, বৃহত্তর এলাকায় একজন শ্রদ্ধেয় শিক্ষানুরাগী হিসেবেই পরিচিত।
এমন একজন অভিভাবক সদস্য মনোনীত হওয়ায় ভুজপুরের সর্বস্তরের জনসাধারণ আনন্দিত এবং তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন এলাকাবাসী।