ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ১০:৪৯ অপরাহ্ন

আশুলিয়ায় ডেঙ্গু নিয়ে পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থী

  • আপডেট: Tuesday, September 5, 2023 - 12:25 pm
ইউসুফ আলী খান।।  ডেঙ্গু পজিটিভ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার হলে উপস্থিত আশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান হৃদয়। তার জন্য পরীক্ষা কেন্দ্রে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে দৈনিক আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন হৃদয়ের পরীক্ষা কেন্দ্র দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন।
এর আগে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করলে তার ডেঙ্গু পজিটিভের বিষয়টি নিশ্চিত হয় পরিবার।
মেহেদী হাসান হৃদয় আশুলিয়া নরসিংপুর গোমাইল এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে।
হৃদয়ের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল থেকে শরীরে ব্যথা ও জ্বর অনুভব করে হৃদয়। এর কিছুক্ষণ পর সে প্রচন্ড মাথা ব্যথা অনুভব করলে স্থানীয় এক পল্লী চিকিৎসকের নিকট যায়৷ পরে ওই পল্লী চিকিৎসক তাকে হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন। তার কথা মত হৃদয়কে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ডেঙ্গুর পরীক্ষা করে তার পরিবার। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে তা ডাক্তার দেখিয়ে ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় তার পরিবার। তার প্লাটিলেট ভালো থাকায় বর্তমানে সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে পরিক্ষার্থী মেহেদী হাসান হৃদয় বলে,  ডেঙ্গু নিয়ে আমি মোটেও বিচলিত নয়। আমি মনে করি আমি ভালো আছি। আমি মনে করছি আমার কোনো সমস্যা হবে না। সেই আত্মবিশ্বাস নিয়ে পরিক্ষা দিতে আসছি।
হৃদয়ের পিতা সেলিম মিয়া বলেন, আমার ছেলে বলে বলছি না। হৃদয় একজন কঠোর পরিশ্রমি, আত্মবিশ্বাসী। আমি যখন শুনলাম হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়েছে তখন ওর পরিক্ষার বিষয়টি নিয়ে খুব ভেঙে পরি কিন্তু হৃদয় একবারের জন্যও মনোবল হারাইনি। আপনারা ওর জন্য দোয়া করবেন।
দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, হৃদয়ের পরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয় যে সে ডেঙ্গু পজিটিভ। তার পরীক্ষা দিতে যেন কোনো ধরণের সমস্যা না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে সে পরীক্ষা দিচ্ছে।