ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ৪:০৮ অপরাহ্ন

শিরোনাম

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন

  • আপডেট: Monday, April 21, 2025 - 10:04 am

খাগড়াছড়ি প্রতিনিধি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করছেন পানছড়ি উপজেলা ছাত্রদল।

সোমবার বেলা সাড়ে ১১ টায় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  পানছড়ি উপজেলা ছাত্রদলের আহব্বায়ক দিদার হোসেন এতে নেতৃত্ব দেন।
এসময় বক্তারা বলেন, জাহিদুল ইসলাম পারভেজকে যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে সন্ত্রাসীরা এধরনের কর্মকাণ্ড চালাতে না পারে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক মো. মাহফুজ, দপ্তর সম্পাদক খন্দকার মামুন, কলেজ আহহবায়ক মো. জিয়াউল হক প্রমুখ।