ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ৪:৩২ অপরাহ্ন

বান্দরবানে ভিডিপি সদস্যদের মাঝে বৈসাবি উপহার বিতরণ

  • আপডেট: Sunday, April 13, 2025 - 1:17 pm

জমির উদ্দিন, বান্দরবান।। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বান্দরবান জেলার ভাতাভুক্ত ৫১২ জন অমুসলিম হিল ভিডিপি সদস্যদের মাঝে বৈসাবি উপহার বিতরণ করা হয়েছে।

রোববার সকালে বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বান্দরবান সার্কেল অ্যাডজুট্যান্ট আনসার ও ভিডিপি মো. আবিদুল হাসান শিমুলের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক বান্দরবান আনসার ব্যাটালিয়ন দেওয়ান মাতলুবুর রহমান।

তিনি বলেন, প্রথমবারের মতো মহাপরিচালকের পক্ষ থেকে দেয়া নববর্ষ ও বৈসাবি উপহার তৃণমূল পর্যায়ে বাহিনীর সবার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা আশা করি প্রত্যেকটা উৎসবে এরকম সহায়তা দিয়ে যাব।

বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন সরকার। সভাপতিত্ব করেন জেলা কমান্ডার মো. মোতালিব হোসেন। এছাড়া আনসার কর্মকর্তা ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বান্দরবান জেলার ৭টি উপজেলায় ৩৭ টি আর্মি ক্যাম্প ৮ টি বিজিবি ক্যাম্প এবং ১০ টি পুলিশ ক্যাম্পে মোট ৯২৭ জন ভিডিপি সদস্য পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে ভাবে অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যাচ্ছে।