মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে শুরুতেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এবারের শ্লোগান ছিল ‘জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে’ । এই শ্লোগানে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ এবং বর্ণাঢ্য নৌ-র্যালীর আয়োজন করা হয়৷
এর আগে এসব কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
এসময় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) ড. আয়েশা সিদ্দিকা।
তিনি বলেন, ইলিশ আমাদের দেশের জাতীয় মাছ৷ ১০ ইঞ্চির ছোট যেগুলো সেগুলোকে জাটকা বলা হয়৷ আগামী সাত দিন জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয় মাছকে রক্ষা করতে হলে সকলের নিজ নিজ স্থান থেকে দায়িত্ব পালন করতে হবে৷
তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহে দোহার নবাবগঞ্জসহ ঢাকা জেলায় প্রতিটি হাট-বাজারে সংশ্লিষ্ট মৎস্য দফতর থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি) মো. আশরাফুল আলম, ঢাকা জেলা নৌ পুলিশ সুপারের পক্ষে প্রতিনিধি(এএসপি), কেরানীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, দোহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দিন পল্লব ও স্থানীয় নৌ পুলিশ সদস্যসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।