ঢাকা | এপ্রিল ৫, ২০২৫ - ২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

বনানীতে বাস উল্টে ৪২ পোশাক শ্রমিক আহত

  • আপডেট: Friday, March 28, 2025 - 6:07 am

জাগো জনতা অনলাইন।। রাজধানীর বনানীতে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসটিতে থাকা ৪২ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।

তিনি বলেন,পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো।

আজ ভোরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় ৪২ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। তবে ছয় জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। গার্মেন্টস মালিকপক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে।
এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান রাসেল সারোয়ার।