উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়’র নেতৃত্বে মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে মহালছড়ি থানা, মহালছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক’র নেতৃত্বে মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি অফিস, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা একে একে মহালছড়ির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে মহালছড়ি স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।