ঢাকা | এপ্রিল ৫, ২০২৫ - ২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 9:41 am

নুরুল আফসার, বান্দরবান।। বান্দরবানের সিএমবি কলোনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি পরিবার সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়ে। এসব পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন।

সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ অর্থসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ ২,৫০০ টাকা, চাল ১০ কেজি, চিনি ১ কেজি, ভোজ্যতেল ২ কেজি, লবণ ৫০০ গ্রাম, ডাল ২ কেজি, আলু ২ কেজি ও পেঁয়াজ ১ কেজি প্রদান করা হয।

বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি ভুক্তভোগীদের মাঝে এসব সহায়তা প্রদান করেন। এ সময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের খোঁজখবরও নেন।