বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

নুরুল আফসার, বান্দরবান।। বান্দরবানের সিএমবি কলোনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি পরিবার সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়ে। এসব পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন।
সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ অর্থসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ ২,৫০০ টাকা, চাল ১০ কেজি, চিনি ১ কেজি, ভোজ্যতেল ২ কেজি, লবণ ৫০০ গ্রাম, ডাল ২ কেজি, আলু ২ কেজি ও পেঁয়াজ ১ কেজি প্রদান করা হয।
বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি ভুক্তভোগীদের মাঝে এসব সহায়তা প্রদান করেন। এ সময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের খোঁজখবরও নেন।