ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম

সাভারের জামসিং এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

  • আপডেট: Thursday, August 31, 2023 - 5:19 pm

এইচ এম সাগর, সাভার: নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় সাভারের পৌরসভার জামসিং এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় চারটি ভবনের অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়, সেইসাথে বেশকিছু ভবন মালিকদের সর্তক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জামসিং এর বিসিআইসি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার।

প্রত্যক্ষদর্শীরা জসনান, এইভাবে যদি নিয়মিতই অভিযান পরিচালনা করে তাহলে এভাবে কেউ আর অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করবে না।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, আমরা নকশাবহির্ভূত চারটি ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছি। এরমধ্যে একটি ভবনের কোর্ট স্টে অর্ডার ছিল। এছাড়া সতর্ক করেছি কয়েকটি ভবন মালিকদের, তারা নিজ দায়িত্বে তাদের ভবনের অবৈধ অংশ ভেঙে নিবে। যদি তা না করে তবে পরবর্তিতে ভাঙাসহ তাদের অধিক জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, আমরা একই সঙ্গে ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতামূলক দিক নির্দেশনা দিচ্ছি। আমরা আগেও বলেছি, এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলতে থাকবে। এ সময় রাজউকের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।