ঢাকা | এপ্রিল ৫, ২০২৫ - ২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

মিরপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট: Monday, March 17, 2025 - 6:32 am

জাগো জনতা অনলাইন।। ঢাকার মিরপুর শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে ছুরিকাঘাতে রনি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে দলবদ্ধ দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘রাসেল পার্কের সামনে রনিকে কিছু দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। কেউ বলছে তিনি বেকার, আবার কেউ বলছে রিকশা চালাতেন।’

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় বিরোধের জেরে ৮ থেকে ১০ জনের একটি দল রনিকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। তবে এঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার চেষ্টা করছে বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ।