বান্দরবানে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান, অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করল সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি।। বান্দরবানের আলীকদম উপজেলার ডাংকু পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। এসময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে দুইজন দুইজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়।
সেনা সদস্যরা জানান, বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম ডাংকু পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডানকু পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করা হয়। পরে তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় সেনাবাহিনীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। পরে তল্লাশি শেষে সন্ত্রাসীদের ব্যবহৃত ৮টি গাদা বন্দুক, কিছু গোলাবারুদ, ২টি ওয়াকি টকি সেট ও ১টি বার্মিজ ছুরিসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়।
এসময় দুইজন সন্দেহভাজন সন্ত্রাসীকেও আটক করে সেনাবাহিনী।