ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৪:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

নারায়ণগঞ্জে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবার খোঁজ নিতে খানপুর হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

  • আপডেট: Sunday, August 11, 2024 - 3:18 pm

নারায়ণগঞ্জ সংবাদদাতা।। 

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবার খোঁজ নিতে খানপুর হাসপাতালে গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার নেতা-কর্মীরা।

শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে আহত শিক্ষার্থীসহ আন্দোলনে আহত বিভিন্ন পেশার মানুষের খোঁজ খবর নেন।

 

এসময় তাঁরা বলেন, আমরা আন্দোলন করেছি স্বাধীনতাও পেয়েছি। তাই যাঁরা এ আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যাঁরা আহত হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি।

এছাড়াও যাঁরা অসুস্থ আছেন তাদের চিকিৎসার খরচের পাশাপাশি আহত পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে বলেও জানান সেখানকার নেতা-কর্মীরা।