ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

সাংবাদিককে হুমকি, ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট: Saturday, May 11, 2024 - 2:00 pm

ইউসুফ আলী খান

সংবাদ প্রকাশের জেরে ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, চ্যানেল-এস টেলিভিশন ও বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সিরাজুল ইসলামের হাত-পা ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ধামরাই উপজেলা প্রেসক্লাব।

শনিবার (১১ মে) সকাল ১১ টায় ধামরাই প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ও তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিবেদক শামীম খান, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমাদের সময়ের প্রতিনিধি বাবুল হোসেন, ধামরাই রিপোটার্স ক্লাবের সভাপতি ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি আদনান হোসেন, ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল বায়ান্নর প্রতিনিধি এম শাহীন আলম, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও তৃতীয় মাত্রার প্রতিনিধি রণজিৎ কুমার পাল, বাংলাদেশ বুলেটিন ডটকমের স্টাফ রিপোর্টার সাকিব আসলাম ও সাংবাদিক সায়েম সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ধামরাইয়ে কর্মরত সাংবাদিক সিরাজুল ইসলামকে হাত-পা ভেঙে ফেলার হুমকি প্রদান করেন উপজেলার নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা। মুঠোফোনে হুমকির এই অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বক্তারা আরো বলেন, একজন ইউপি চেয়ারম্যান এই দুঃসাহস দেখানোর ঘটনায় ধামরাই থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবিলম্বে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

সাংবাদিক সিরাজুলকে হুমকির ঘটনায় ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে উল্লেখ করে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অভিযুক্ত নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লাকে বয়কটের ঘোষণা দিয়েছেন ধামরাইয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, গত ৮ মে সকালে নান্নার ইউনিয়ন পরিষদে যান সাংবাদিক সিরাজুল ইসলাম। এ সময় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির অভিযোগ তুলে কয়েকজন স্থানীয় লোকজন তার কাছে বক্তব্য দেন। সেই বক্তব্য ধারণ করে প্রচার করায় চেয়ারম্যান আলতাফ তাকে মুঠোফোনে কল দিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন।

বক্তারা আরো বলেন, সাংবাদিক সিরাজুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন করেছেন, তিনি কোনো অন্যায় করেননি। অথচ ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা এই সাংবাদিককে হুমকি দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ন্যাক্কারজনক এ ঘটনায় চেয়ারম্যান আলতাফের কঠোর শাস্তি দাবি করেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম খান।

এদিকে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী সাংবাদিক সিরাজুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, ইত্তেফাকের প্রতিনিধি মিজানুর রহমান, কালবেলা প্রতিনিধি ইমরান খান, ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সৈকত, দেশ রূপান্তরের প্রতিনিধি ওমর ফারুক, দীপ্ত টেলিভিশনের রিপোর্টার এম এ হালিম, চ্যানেল-এস টেলিভিশনের রিপোর্টার রাজীব হোসেন, বাংলা টিভির রিপোর্টার হুমায়ূন কবির, জনকণ্ঠের প্রতিনিধি সোহেল রানা,
খোলা কাগজের প্রতিনিধি রাজিবুল ইসলাম পলাশ, জনবানীর প্রতিনিধি পলাশ খান, স্বাধীন বাংলার প্রতিনিধি সোহাগ হাওলাদার, জুম বাংলার প্রতিনিধি হাসান ভুঁইয়া, দৈনিক জাগো জনতা পত্রিকা সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী খান, বাংলাদেশের আলোর প্রতিনিধি সৈয়দ আতিকুর রহমান, চ্যানেল এস আশুলিয়া প্রতিনিধি মৃদুল ধরসহ সাভার, আশুলিয়া ও ধামরাই থানার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।