বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে কম্বল বিতরন
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন মাদ্রাসার এতিমখানা ও অনার্থ আশ্রামে বিনামূল্যে শীতের উপহার হিসেবে কম্বল বিতরন করে উপজেলা প্রশাসন।
বুধবার,২৪ ডিসেম্বর বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরন অনুষ্ঠানে সমাজের বিত্তবানদের দায়িত্ববোধ জাগিয়ে তোলে এবং প্রকৃত দুস্থদের কাছে সহায়তা পৌঁছে দিতে সকলকে আহবান জানানো হয়।











