ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

পলাশবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন

  • আপডেট: Tuesday, December 12, 2023 - 7:03 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মুহাম্মদ আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা ও পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদুসহ অন্যান্য চিকিৎসক-কর্মচারী উপস্থিত ছিলেন। শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন।

উল্লেখ্য; এ উপজেলার ২১১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৩শ’ ৭৪জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়। ছবি সংযুক্ত