ঢাকা | আগস্ট ৩১, ২০২৫ - ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম

আশুলিয়ায় কুখ্যাত চাঁদাবাজ হাতকাটা টিপুসহ চারজন আটক

  • আপডেট: Sunday, August 31, 2025 - 5:10 pm

সিনিয়র রিপোর্টার।। ঢাকা শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় কুখ্যাত চাঁদাবাজ হাতকাটা টিপুসহ চারজন আটক করেছে যৌথবাহিনি।  এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজি কর্মকান্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুর দুইটার দিকে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতার যারা হলেন- ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার টিপু ওরফে হাত কাটা টিপু, মানিকগঞ্জ জেলার সদর থানার মাধবপুর এলাকার মো. তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নিহালপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ, গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা মিয়া বাড়ি নিবাসী জামিল আহমেদ এর ছেলে মো. রহমতুল্লাহ শেখ।

জানা যায় , হাত কাটা টিপু একজন কুখ্যাত চাঁদাবাজ। সে আশুলিয়ার বাইপাইল – ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছে। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করেছে। কুখ্যাত এই চাঁদাবাজ বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা তুলত। বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলতো। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হতো। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান। তাদেরকে গ্রেফতারের পর বাইপাইল বাস স্ট্যান্ড এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হান্নান বলেন, যৌথ বাহিনী টিপুসহ চারজনকে বাইবেল মোড় থেকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।