৬ দফা দাবিতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি : মাঠ পর্যায়ে টিকা কার্যক্রম বন্ধ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) ।
৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ পর্যায়ে টিকাদানসহ সকল কার্যক্রম ১ অক্টোবর থেকে বন্ধ রাখা হয়েছে।
এদিকে শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কাপ্তাই শাখার সভাপতি সমীরণ তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তঞ্চঙ্গ্যা এ সময় বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধনপূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে ৬৪ জেলার ন্যায় কাপ্তাইয়েও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা এক লাখ বিশ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে ইপিআই কর্মসূচির মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকেন। কিন্তু তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারী তহসিলদারসহ আরও অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে উন্নীত হয়েছেন।
অথচ নিয়োগ বিধি সংশোধনপূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি ও ইন-সার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে। নিয়োগ বিধি সংশোধন করে ইন-সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এখন সময়ের দাবি। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনার চূড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়।
পূর্বের দাবি মেনে না নেওয়ায় ১ অক্টোবর থেকে মাঠ পর্যায়ের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া ন্যায্য দাবি না মানা হলে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন পালন করা হবে বলে জানান তারা। এ সময় সকল স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।