ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৫ - ৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

৫৯ বছর পর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটার চালু

  • আপডেট: Friday, February 7, 2025 - 5:35 am

জাগো জনতা অনলাইন।। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯৬৫ সালে নির্মাণ করা হলেও অপারেশন থিয়েটার না থাকায় ভোগান্তিতে পড়তে হতো চিকিৎসা নিতে আসা রোগীদের। এবার দীর্ঘ ৫৯ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। এতে খুশি সেবা নিতে আসা রোগীসহ স্থানীয়রা।

দিনাজপুর সদর থেকে সর্ব দক্ষিণে অবস্থিত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। ১৯৬৫ সালে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। দীর্ঘ প্রায় ছয় দশক এখানে চিকিৎসা কার্যক্রম চললেও ছিল না অপারেশনের ব্যবস্থা। জেলা থেকে দূরে অবস্থান এবং আশেপাশে হাসপাতাল না থাকার কারণে অনেকেই আসে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সেবা নিতে। তবে দীর্ঘ দিন হাসপাতালে অপারেশন থিয়েটার না থাকার কারণে বেশ কিছু সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিলো এখানকার রোগীরা।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় এখানে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। সেই সঙ্গে পাশে রাখা হয়েছে অবজারভেশন ইউনিট। এটা উপজেলাবাসীর জন্য নতুন দিগন্ত। ঘোড়াঘাটবাসী সিজার, হারনিয়া, অ্যাপেনডিসাইটিস ও অর্থোপেডিক্সসহ মাইনর অপারেশনের সুযোগ পাবেন।
বিজ্ঞাপন

ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী বলেন, বাহিরে কোন প্রাইভেট ক্লিনিকে সিজার বা যে কোন অপারেশন করতে গেলে অনেকটা টাকার লাগতো। বর্তমানে এখানে টাকা ছাড়াই অপারেশন হচ্ছে সেই সাথে বিভিন্ন ওষুধও ফ্রিতে পাওয়া যাচ্ছে। এতে করে অনেক খুশি তারা।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী বলেন, ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় অনেক সীমা বদ্ধতা নিয়ে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। ঘোড়াঘাট থেকে মেডিকেল হাসপাতালগুলো ৮০ থেকে ৯০ দূরে অবস্থান হওয়ার কারণে সেবা নিতে কষ্ট পোহাতে হয় এখানকার রোগীদের। গাইনী কনসালটেন্ট পদায়িত থাকলেও একজন অজ্ঞানের ডাক্তারের অভাবে কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।