৫০ শতাংশ শুল্কেই শেষ নয়, ভারতকে আরো ‘শাস্তি’ দেয়ার পরিকল্পনা ট্রাম্পের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট : রাতারাতি ভারতের পণ্যের ওপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনায় ‘শাস্তি’ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তবে এখানেই শেষ নয়। ভারতের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছেন ট্রাম্প। তেমনটাই হুমকি দিয়েছেন তিনি।
সম্প্রতি বিশ্বের কয়েক ডজন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যা আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে কার্যকর করছে ওয়াশিংটন। বাংলাদেশ সময় সকাল ১০টার পর থেকে যেসব পণ্য জাহাজে উঠবে সেগুলোর ওপর আরোপ হবে বাড়তি ২০ শতাংশ শুল্ক।
নতুন শুল্ক কার্যকর হওয়ার একদিন আগেই ট্রাম্প গত বুধবার (৬ আগস্ট) ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এর ফলে আগের ২৫ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশে। এখন থেকে ২১ দিন পর নতুন এই শুল্ক কার্যকর হবে।
আগামী ২৭ অগস্ট থেকে আমদানি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আদায় করবে মার্কিন কাস্টমস। এমনটাই জানিয়েছে ট্রাম্পের হোয়াইট হাউস।
নতুন শুল্ক আরোপের পর এ নিয়ে বুধবারই সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। তাকে প্রশ্ন করা হয়, ‘প্রেসিডেন্ট, ভারতীয় কর্মকর্তারা বলেছেন যে, ভারত ছাড়াও আরও অনেক দেশ রাশিয়া থেকে তেল কিনছে যেমন চীন। তবে ভারতকে কেন আলাদা করে শাস্তি দেয়া হচ্ছে?’
জবাবে ট্রাম্প বলেন, ‘ঠিক আছে। মাত্র আট ঘন্টা হয়েছে। দেখা যাক কী হয়। আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে।’ সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, ‘আরও নিষেধাজ্ঞা?’ ট্রাম্প বলেন, ‘আরও অনেক নিষেধাজ্ঞা দেখতে পাবেন।’
হোয়াইট হাউস বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা দিচ্ছিল, তখন ভারত রাশিয়া থেকে তেল কিনছিল। এমনকি ভারত রাশিয়া থেকে প্রতিরক্ষা সামগ্রীও আমদানি করেছে।
সেই ক্ষোভ থেকে গত সপ্তাহে ট্রাম্প ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন। এক সপ্তাহ পার না হতেই সেই শুল্ক দ্বিগুণ করলেন তিনি।
এদিকে খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেঠকে বসতে চলেছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি চুক্তি হয়, সেক্ষেত্রে ভারতের ওপর থেকে শুল্কের খাঁড়া সরে যাবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘আমরা তা নিয়ে পরে সিদ্ধান্ত নেব।’