ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

৩ বিজিবির অভিযানে পানছড়ি সীমান্ত থেকে ১১টি ভারতীয় গরু উদ্ধার

  • আপডেট: Saturday, December 27, 2025 - 6:30 pm

আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একজন চোরাকারবারিসহ ১১টি ভারতীয় গরু আটক করেছে ৩ বিজিবির লোগাং জোন।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পানছড়ি উপজেলার হাতিমারা (সেগুন বাগান) এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি অবৈধ ওয়াকিটকি সেটসহ একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারি পাড়ার বাসিন্দা এবং লিফ চরণ চাকমার ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের মাধ্যমে বড় ধরনের চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে।
একই দিন দুপুরে আটক চোরাকারবারি ও জব্দকৃত ভারতীয় গরুগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারিসহ ভারতীয় গরুগুলো থানায় গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।