ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৫ - ১১:৫৬ পূর্বাহ্ন

৩৩ শতক কৃষি জমিতে ভুট্টা চাষে সফল কৃষক জয়নাল আবেদীন

  • আপডেট: Thursday, December 4, 2025 - 11:10 am

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রেশমবাগান ব্লকের বারঘোনিয়া তনচংগ্যা পাড়ায় ৩৩ শতক কৃষিজমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে সফল হয়েছেন কৃষক জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রেশমবাগান ব্লকের তনচংগ্যা পাড়ায় কথা হয় ২ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক জয়নাল আবেদীনের সাথে। তিনি বলেন, “আমি ৩৩ শতক কৃষিজমিতে ভুট্টার চাষ করেছি। চলতি বছরের বোরো মৌসুমে কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ থেকে ভুট্টার বীজ, সার ও সাইনবোর্ড পেয়ে উপ-সহকারী কৃষি অফিসারের পরামর্শে সারিতে বপন করেছি। এছাড়াও উনার পরামর্শে একই জমিতে সাথী ফসল হিসেবে লালশাক, ফরাস সিম, টমেটো করেছি। বর্তমানে আমার জমিতে ভুট্টার ভালো ফলন হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে বিক্রি করতে পারবো। প্রতি পিস ভুট্টা ১৫ থেকে ২০ টাকা করে বিক্রি হয়।”

এদিকে এদিন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব রেশমবাগান তনচংগ্যা পাড়া কৃষক জয়নাল আবেদীনের ভুট্টা চাষ প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, “পাহাড়ে ভুট্টা চাষ কম হলেও রেশমবাগান তনচংগ্যা পাড়া এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় ৪টি ভুট্টা প্রদর্শনীর মধ্যে একটি কৃষক জয়নাল আবেদীনকে দিয়েছিলাম। ভুট্টা চাষে উনার ভালো অভিজ্ঞতা রয়েছে। ভুট্টা প্রদর্শনী বর্তমান অবস্থায় ভালো হওয়ায় আশা করছি উনি ভালো ফলন পাবেন।”