৩২ বছর অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে একটানা ৩২ বছর অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন ঐ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নুরুল হুদা। এই সময় শিক্ষক ও শিক্ষার্থীদের ফুলের ভালোবাসায় সিক্ত হন তিনি।
অধ্যাপক নুরুল হুদার পিআরএলজনিত বিদায় উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে বাংলা বিভাগের অধ্যাপক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আনোয়ারুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নাসিরউদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের আবু তালেব, ব্যবস্থাপনা বিভাগের আবদুল হালিম জসিম, ইসলামী শিক্ষা বিভাগের কায়ছারুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের সাইফুল আলম ও ইতিহাস বিভাগের শিবুশংকর বোস। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উথোইংগ্য মারমা ও ফাতেমা আক্তার।
বক্তারা অধ্যাপক নুরুল হুদার সুদীর্ঘ কর্মজীবনের নানান স্মৃতি ও অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।
শিক্ষক–শিক্ষার্থীর ভালোবাসা–শ্রদ্ধায় আপ্লুত বিদায়ী অধ্যাপক নুরুল হুদা তাঁর অভিব্যক্তিতে কলেজে সুদীর্ঘ ৩২ বছরের কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন,
“‘কলেজের সামগ্রিক উন্নয়নে আমাদের সম্মিলিত প্রয়াস ভূমিকা রেখেছে—এটা দেখে নিজেকে ধন্য মনে করছি। আমার জীবনের সুবর্ণ সময়গুলো আমি এ সুন্দর ক্যাম্পাসে কাটিয়েছি, এ ক্যাম্পাসের প্রতিজন শিক্ষার্থী, প্রতিটি ইট–পাথরের সাথে আমার আত্মার সম্পর্ক। এ কলেজেই আমি আমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতিগুলো রেখে যাচ্ছি, এ স্মৃতি নিয়েই আমার বাকী দিনগুলো কাটবে।'”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন বলেন,
“”সহকর্মী থেকে পরম বন্ধুতে পরিণত হওয়া অধ্যাপক নুরুল হুদা আমাদের সময়ের একজন তরুণ তুর্কী। তিনি সময়ের চেয়ে অগ্রসর চিন্তাচেতনায় সমৃদ্ধ পরিপূর্ণ একজন শিক্ষক। একজন সজ্জন, ভদ্র, শান্ত, শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে তিনি অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমি তাঁর নীরোগ, সক্ষম, সুন্দর অবসরজীবন কামনা করছি।””











