৩১ দফা বাস্তবায়নে যুবদলের উঠান বৈঠক

ইউসুফ আলী।। বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি ও রাষ্ট্রীয় কাঠামো পূর্ণ গঠনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব ও ৩১ দফার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল পাঁচটায় আশুলিয়ার বাড়ইপাড়ায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ সব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক সংকট দূর করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। তিনি বর্তমান সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান।
আলাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি, শিমুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন।
মোহাম্মদ শামীম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।