ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:২০ অপরাহ্ন

শিরোনাম

৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলে ভর্তি শেষ করার নির্দেশ

  • আপডেট: Wednesday, December 18, 2024 - 12:04 pm

জাগোজনতা অনলাইন : সরকারি ও বেসরকারি স্কুলে ডিজিটাল লটারিতে নির্বাচিত এবং অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির উপপরিচালক ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, চাইলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও ভর্তি কার্যক্রম চালাতে পারবে। বুধবার থেকে দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।

ভর্তির সময়সূচি:

প্রথম ছয়দিনে লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এরপর প্রথম অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের তিন কর্মদিবস এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।

এবার ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনে ৯৮ হাজার ২০৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। বেসরকারি স্কুলে ৪ হাজার ৯৪৫টি প্রতিষ্ঠানে ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

শিক্ষকদের জন্য নির্দেশনা:

১. প্রতিষ্ঠানের প্রধানরা gsa.teletalk.com.bd থেকে আবেদনকারীদের তালিকা ডাউনলোড করবেন।

২. ডিজিটাল লটারির নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকা যাচাই করতে হবে।

৩. জন্ম সনদ, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রসহ শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।

৪. ভর্তির সময় সংরক্ষিত কোটার কাগজপত্র যাচাই করে শূন্য আসন পূরণ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির কার্যক্রম শেষ না হলে শিক্ষার্থী ভর্তি করার সুযোগ থাকবে না। ২০২৫ শিক্ষাবর্ষে শূন্য আসন পূরণে ডিজিটাল লটারির তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না বলে জানানো হয়েছে।