ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি

  • আপডেট: Saturday, January 31, 2026 - 11:55 pm

নিজস্ব প্রতিবেদক।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়ম অনলাইনে চালু করে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। সেখানে ১৪ হাজার সাংবাদিক নিবন্ধন করে। তবে, হঠাৎই ইসির ওই নির্দিষ্ট ওয়েবসাইট উন্মুক্ত হয়ে যায়। এতে করে সাংবাদিকদের দেওয়া সব তথ্য উন্মুক্ত হয়ে যায়। পরে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয় ইসির পক্ষ থেকে।

আজ শনিবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার করেন।

ইসি জানায়, প্রথমবারের মতো অনলাইন পোর্টালে (pr.ecs.gov.bd`) আবেদন প্রক্রিয়া শুরু করলে সাংবাদিকরা নানা জটিলতায় আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে অনলাইন আবেদন বন্ধ করে দেওয়া হয়। রুহুল আমিন মল্লিক বলেন, “যখন পর্যবেক্ষকদের আবেদনের পথটি বন্ধ করা হচ্ছিল, তখন কারিগরি কারণে কিছু সময়ের জন্য ড্যাশবোর্ড ও অ্যাডমিন প্যানেল দৃশ্যমান ছিল। তবে সেখানে কোনো তথ্য ডাউনলোডের সুযোগ ছিল না।”

পেশাদার ফার্মের বদলে এআই ব্যবহার করে ওয়েবসাইট তৈরির যে সমালোচনা উঠেছে, সে বিষয়ে ইসি জানায়, সাইটটি তাদের নিজস্ব প্রোগ্রামাররা তৈরি করেছেন। এআই দিয়ে এমন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তৈরির বিষয়টি তিনি নাকচ করে দেন।

তথ্য নিরাপত্তা এবং সাংবাদিকদের আপত্তির মুখে ইসি তার অনলাইন আবেদন প্রক্রিয়া থেকে সরে এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের জন্য আগের মতো ‘ম্যানুয়ালি’ আবেদন যাচাই-বাছাই করে কার্ড বা পাস দেওয়া হবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রায় সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।