ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম

’১৪ ও ’২৪ সালের ভোটে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদের দোসর: জুলাই ঐক্য

  • আপডেট: Tuesday, January 13, 2026 - 5:08 pm

 

নিজস্ব প্রতিবেদক।। জুলাই ঐক্যের সংগঠক ও ডাকুস’র সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেছেন, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে যারা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করেছে তারা ফ্যাসিবাদের দোসর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া শেষে তিনি এ মন্তব্য করেন।

মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে যারা অংশ নিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করেছে তারা ফ্যাসিবাদের দোসর। তবে ২০১৮ সালে শেখ হাসিনাকে বিশ্বাস করে গণতন্ত্র রক্ষা করতে বিএনপি-জামায়াত ভোটে যায় কিন্তু রাতের ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন করে।

তাই ২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচনকে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনের সাথে না মেলানো যাবে না।

তিনি আরও বলেন, আমরা হাইকোর্টে রিট করেছি, যেখানে একটি রুল দেওয়া হয়েছে। হাইকোর্ট শিগগিরই তাদের (জাপাসহ ১৪ দল ও এনডিএফ প্রার্থী) মনোনয়ন বাতিল করবেন বলে আশা করি।

জুলাই ঐক্যের সংগঠক ইসমাইল সিরাজী বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি কেন আসছিল আপনারা জানেন, গণতন্ত্র রক্ষা করতে তারা শেখ হাসিনাকে বিশ্বাস করেছিল। কিন্তু নির্বাচন হয় রাতের আঁধারে।

এর আগে জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসি ঘেরাওয়ে এসে বাধার মুখে পড়ে জুলাই ঐক্য। পরে তারা ইসলামি ফাউন্ডেশনের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে ইসির অতিরিক্ত সচিবের কাছে স্মারকলিপি জমা দেন।